Saturday, September 26, 2009

KERALA

KERALA PACKAGE-

Trivandrum – Kovalam – Varkala – Alleppey – Kayamkulam – Changnacherry – Kumarakom – Periyar – Munnar – Cochin

Day 01: Trivandrum - Kovalam- Arrive in Trivandrum and stay at your hotel in Kovalam . Check in at the hotel and refresh yourself. Stay overnight at the hotel in Kovalam.

Day 02: Kovalam- Having breakfast spend the day at leisure and have an overnight stay in Kovalam. arrange for your full day excursion to Kanyakumari.

Day 03: Kovalam - Varkala- Begin the 3rd day of your Kerala Tours – with a healthy breakfast and then proceed to Varkala. Arrive at Varkala and check in at the hotel. Spend the rest of the day at leisure. Have an overnight stay at Varkala.

Day 04: Varkala - Alleppey- After having breakfast head to Alleppey. Arrive in Alleppey and check in at the backwater resort. Have an overnight stay at Alleppey.

Day 05: Alleppey - Kayamkulam- Post breakfast board the houseboat, a perfect way to accommodate in Alleppey. Enjoy the best of facilities staying aboard a luxurious houseboat in Alleppey. Dine on the food prepared by a personal cook in the houseboat. Reach Kayamkulam enroute visiting small village stoppage at Kayamkulam Lake. Have an overnight stay aboard the houseboat.

Day 06: Kayamkulam - Changnacherry- Having breakfast sail on the backwaters to reach Changnacherry enroute a small village. Arrive at Changnacherry and have an overnight stay aboard the houseboat.

Day 07: Changnacherry - Kumarakom- Begin the 7th day of your Kerala Tours – with a healthy breakfast and then sail through the backwaters to reach Kumarakom. Arrive at Kumarakom and check in at the resort. Have an overnight stay at Kumarakom.

Day 08: Kumarakom- Have breakfast and then proceed to the Bird Sanctuary in the company of an India Holiday representative. Spend the day at leisure and watch the natural beauty of Kumarakom. Return to the hotel for an overnight stay in Kumarakom.

Day 09: Kumarakom - Periyar- Post breakfast drive to Periyar and have a close encounter of its wildlife. Arrive in Periyar and check in at the hotel. Freshen up and head for a boat ride at the Periyar Lake. Return to the hotel for an overnight stay in Periyar.

Day 10: Periyar – Munnar- Begin the 10th day of your Kerala – With a healthy breakfast and then drive away to Munnar. Arrive in Munnar and check in at the hotel. Have an overnight stay at the hotel in Munnar.

Day 11: Munnar- Spend the 11th day of your Kerala Tours at Munnar – Return to the hotel for an overnight stay in Munnar.

Day 12: Munnar- Have breakfast and then head to Cochin. Arrive in Cochin and check in at the hotel. Freshen up and then stroll down the local market. Return to the hotel for an overnight stay in Munnar.

Day 13: Munnar – Cochin- Post breakfast get transferred to the airport/ Rail Station and board the flight/ Train back home or to your further destination. Here ends your Kerala Tours. Thank You

কেরল/ কেরালা


কেরালাকে বলা হয় এ প্লেস অব বিউটি এন্ড ইউনিক কালচার. আরব সাগরের তীরে অবস্হিত সবুজ কেরালা. কেরালার রাজধানি হল- তিরুভন্তপুরম বা ত্রিবান্দ্রম. কেরালার সাক্ষরতার হার ৯০.৯২ শতাংশ. কেরলে এসে দেখুন- তিরুভন্তপুরম, কুইলন, আলোপ্পী, পেরিয়ার, কোচি এন্নাকুলাম. কেরলের তাপমাত্রা- অক্টোবর মাস থেকে জানুয়ারী মাস পর্যন্ত ২২ডিগ্রি সেলসয়াস থেকে ৩৩ডিগ্রি . ফেব্রুয়ারী থেকে মে মাস পর্যন্ত ২৩ থেকে ৩৪ডিগ্রি পর্যন্ত. জুনু থেকে আগষ্ট মাস পর্যন্ত তাপমাত্রা থাকে ২২-২৮ডিগ্রি সেলসিয়াসের মধ্যে. কোচিতে প্রতি বছর ২৫শে ডিসেম্বর থেকে ৩১শে ডিসেম্বর কোচি কার্ণিভাল (ইংরাজী নববর্ষের অনুষ্ঠান হয়). কেরালার মূল খাবার হল ভাত. এখানে প্রচুর সামুদ্রিক মাছ পাওয়া যায়. এখানে প্রচুর নারকেলের গাছ দেখতে পাওয়া যায়.
তিরুভন্তপুরম/ ত্রিবান্দ্রম-
হাওড়া থেকে কয়েকটি ট্রেন-
(১) শালিমার তিরভন্তপুরম এক্সপ্রেস (৬৩২৪) এটি শালিমার স্টেষন থেকে ছাড়ছে প্রতি মঙ্গল ও রবিবার রাত্রী ১০টা ৪৫মিনিটে. খড়গপুর পৌছাবে রাত্রী ১২টা ৫৫মিনিটে. এন্নাকুলাম স্টেষনে পৌছাবে- ৩য়দিন সন্ধ্যা ৫টা ২৫মিনিটে, আলোপ্পি পৌছাবে- সন্ধ্যা ৬টা ৪০মিনিটে, ত্রিবান্দ্রম সেন্ট্রাল পৌছাবে- রাত্রি ১০টা ২৫মিনিটে. ফেরার জন্য ট্রেন নং- ৬৩২৩. ত্রিবান্দ্রম সেন্ট্রাল স্টেষনে ছাড়বে প্রতি বৃহস্পতি ও শনিবার বৈকাল ৪টে ৩৫মিনিটে , আলোপ্পি থেকে ছাড়বে সন্ধ্যা ৭টা ২৫মিনিটে, এন্নাকুলাম থেকে ছাড়বে- রাত্রী ৯টা ০৫মিনিটে. খড়গপুর পৌছাবে- ৩য় দিন সকাল ১১টা ২৫মিনিটে, শালিমার স্টেষনে পৌছাবে দুপুর ১টা ৫০মিনিটে.
আলোপ্পি (Alleppey)-
তিরুবন্তপুরম থেকে বাসে আসা যায় আলোপ্পি. আলোপ্পি স্টেষন থেকে বাসস্ট্যান্ডের দুরত্ব প্রায় ৪কিলোমিটার মতো. আলোপ্পি শহরে প্রচুর অটো চলাচল করে.কোচি থেকে আলোপ্পির দুরত্ব প্রায় ৬৩কিলোমিটার এবং তিরুবন্তপুরম থেকে আলোপ্পির দুরত্ব প্রায় ১৪৭কিলোমিটার. আলোপ্পির এখন নাম আলাপুজহা. লঞ্চে করে ব্যাকওয়াটারের সৌন্দর্য্য ঘুরে দেখুন. ঘুরতে ঘুরতে দেখুন চাইনিজ ফিসিং নেটে মাছ ধরা, বনের মাঝে ছোট ছোট গ্রাম্য বাড়ি-ঘর. এছাড়া দেখুন ভেম্বানাদ হ্রদ (ইহা কেরলের বৃহত্তম লেক) ,পুনামাডা হ্রদ, আলোপ্পির সৈকত, শহর থেকে প্রায় ১৪কিলোমিটার দূরে আম্বালাপুঝা শ্রীকৃষ্ণের মন্দীর, সিভিউ পার্ক, বিজয়া বিচ পার্ক, আ্যন্ডুজ চার্চ, ভগবতী মন্দীর, নাগরাজা মন্দীর. জুলাই মাসে চম্পাকুলাম লেকে কেরলেক বিখ্যাত বোট রেসের আসর বসে. আলোপ্পির এস.টি. ডি নং- ০৪৭৭.
থাকার জন্য বিভিন্ন হোটেল- কেরলা ট্যুরিজমের হোটেল যাত্রিনিবাস (২২৪৪৪৬০), রাইবোন ট্যুরিষ্ট হোম (২২৫১৯৩০), আর্কাডিয়া (২২৫১৩৫৪), কদমবারি ট্যুরিষ্ট হোম, মাথা ট্যুরিষ্ট হোম (২২৬০২১৫), ব্রাদার্স ট্যুরিষ্ট হোম (২২৫১৬৫৩), হোটেল রহিম রেসিডেন্সি (২২৩৯৭৬৭), কোকোনাট কান্টরি (২২৫১৪৩২), আলোপ্পি প্রিন্স হোটেল (২২৪৩৭৫২) ইত্যাদি.
পেরিয়ার-
মুন্নার থেকে বাসে চলে আসতে পারেন, এছাড়া আলোপ্পি, তিরুভান্তপুরম, কোচি থেকেও আসতে পারেন. আলোপ্পি থেকে দুরত্ব প্রায় ১৬৫কিলোমিটার, তরিবন্তপুরম থেকে দুরত্ব প্রায় ২৫৫কিলোমিটার. পেরিয়ার দেশের অন্যতম সুন্দর অভয়ারন্য. পেরিয়ার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারীর আয়তন প্রায় ৭৭৭বর্গ কিমি. এখানে দেখা যায় মাকনা হাতি, বাঘ, বিভিন্ন পাখি, বাইসন, হরিন, প্যান্হার ইত্যাদি. হ্রদের জলে লঞ্চে এই অরন্যের মধ্যে দিয়ে ঘোরার মজাই আলাদা. এখানে বনদপ্তরের লঞ্চ ভাড়া পাওয়া যায়. পেরিয়ারে হাতির পিঠে চেপে জঙ্গলে ঘোরা যায়. এছাড়া চলে আসুন থেকেড্ডি হ্রদে, লঞ্চে করে ঘুরে নিন. ঘোরার সময় চোখে পড়তে পারে বিভিন্ন বন্য প্রাণীর. থেকেড্ডি ফরেষ্ট অফিসের ফোন নং- ২২২৬২০. এছাড়া দেখুন কফি বাগান, মশলা বাগান, মঙ্গলাদেবীর মন্দীর, চেল্লারকোভিল জলপ্রপাত ইত্যাদি. পেরিয়ারের এস.টি.ডি নং- ০৪৮৬৯
পেরিয়ারে থাকার জন্য হোটেল- কেরালা পর্যটক দপ্তরের হোটেল পেরিয়ার হাউস (২২২০২৬), অরন্যনিবাস (২২২০২৩), এবং লেক প্যালেস (২২২২৮৩), এছাড়া মুচকুমকাল ট্যুরিষ্ট হোম (২২২৫৭০), রেবতী ইন্টারন্যাশানাল (২২২৪৩৪), হলিডে হোম (২২২০১৭), রিজেন্ট টাউয়ার (২২২৫৭০), লিলা পঙ্কজ হোটেল (২২২৩৯২), হোটেল সিলভার (২২২৪৮১), হোটেল স্পাইস ভিলেজ (২২২৩১৬), রোলেক্স ট্যুরিষ্ট হোম (২২২০৮১) ইত্যাদি.
মুন্নার-
এন্নাকুলাম থেকে প্রায় ১৩২ কিলোমিটার দুরে মুন্নার. এন্নাকুলমা, তিরুবন্তপুরম, মাদুরাই থেকে বাসে আসতে পারেন মুন্নারে. এখানকার কুন্ডলা নদী, মুদ্রাপুজা, এবং নালাডানি এই তিনটি হলো মুন্নারের আকর্ষন. এখানে দেখা মিলবে সবুজ চা বাগান. মুন্নারে এছাড়া দেখুন রোমান ক্যাথিলিক ক্রাইস্চ চার্চ, ইরাভিকুলাম জাতীয় উদ্যান, নানান ঝরনা, পোথামেডু ভিউ পয়েন্ট (এখান থেকে দেখুন সূর্যাস্তের দৃশ্য), মাডুপেট্টি লেক ইত্যাদি. মুন্নার এ যখন তখন বৃষ্টি হয়. এখানে দেখা যায় এলাচ, গোলমরিচ, লবঙ্গ, দারুচিনির বাগিনা. মুন্নার এস.টি.ডি নং- ০৪৮৬৫.
মুন্নারে থাকার জন্য বিভিন্ন হোটেল- কেরালা ট্যুরিজমের হোটেল (২৩০৪৬০), রেসিডেন্সি হোটেল (২৩০৫০১), হোটেল হিল ভিউ (২৩০৫৬৭), হোটেল মুন্নার ইন (২৩১৭৩৫), হোটেল আরতি ট্যুরিষ্ট হোম (২৩০৩০২), হোটেল পোপাডা (২৩০২২৩), ইগলো ট্যুরিষ্ট হোম (২৬৩২০৭), হোটেল মুন্নার ড্রিম প্যালেস (২৩১০০২), হোটেল হলিডে ইন (২৬৩২০৪), মুন্নার ট্যুরিষ্ট হোম (২৩০৩৫৩) ইত্যাদি.
কুইলন-
তিরুবন্তপুরম, কোচি থেকে বাসে চলে আসুন কুইলন বা কোল্লাম. তিরুবন্তপুরম থেকে বাসে কুইলন আসতে সময় লাগে ১ঘন্টা ৩০মিনিট মতো. কুইলন বা কোল্লাম শহরে অটো রিকসা, ট্যাক্সি পাবেন ঘোরার জন্য. কুইলনে দেখতে পাবেন কাজু, নারকেল, কাঠাল, কলা ইত্যাদি গাছের সমারোহ. কোল্লাম বা কুইলন থেকে চলে আসুন হাউসবোটে করে আলোপ্পি. কুইলনে এসে দেখুন অমৃতানন্দময়ী মাতার মিশন, আট খাড়ির লেক অষ্টমুড়ি. তবে কুইলন/ কোল্লাম থেকে রাইস বোটে আলোপ্পি আসার মজাই আলাদা. ৮ ঘন্টা মতো লাগে কোল্লাম থেকে আলোপ্পি আসতে. রাইসবোটের ভিতরে আছে শোবার জন্য ঘর, বসার ঘর, টয়লেট. আলাপুজহা ট্যুরিজম ডেভোলপমেন্ট কো অপারেটিভ সোসাইটির বোট যাতায়ত করে. এদের সাথে যেতে পারেন. কোল্লামে গিয়ে দেখে নেবেন কাজুবাদামের কারখানা.
এখানে থাকার কোনও প্রয়োজন নেই কারন বাসে তিরবন্তপুরম থেকে মাত্র ১ঘন্টা ৩০মিনিট লাগে. তাই এখানটা ঘুরে আবার তিরুবন্তপুরম ফিরে আসতে পারেন.
কোভলম বীচ-
তিরবন্তপুরম থেকে কোভলম চলে আসা যায়. তিরুবন্তপুরম থেকে কন্যাকুমারী যাবার রাস্তায় পড়বে কোভলম. কোভলম এর এস.টি.ডি নং - ০৪৭১. কেরালার সুন্দর বেলাভুমি হলো কোভলম বীচ. কোভলম বীচে দেখতে পাবেন পাহাড়, সমুদ্র এবং বিভিন্ন গাছের সমারোহ. গাছের মধ্যে এখানে দেখা যায় পেঁপে, কলা এবং নারকেল. প্রচুর বিদেশি পর্যটক দেখা যায় এই কোভলম বীচে. এখানে আছে লাইটহাউস বীচ. কেরালা ট্যুরিজমের অফিস আছে এখানে (ফোন নং- ২৪৮০০৮৫). এখানে এসে দেখতে পারেন আরুভিক্কারা ওয়াটার ওয়ার্কস, ভগবতী মন্দীর, নায়ার বাঁধ ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারী (এখানে আপনি দেখতে পাবেন কুমির, হাতী, নীলগাই ইত্যাদি)
কোভলমে থাকার জন্য বিভিন্ন হোটেল- হোটেল ওরিয়ন (২৪৮০৯৯৯), হোটেল রাজা (২৪৮০৩৫৫), হোটেল মেরিন প্যালেস (২৪৮১৪২৮), হোটেল সি উইড (২৪৮০৩৯১), হোটেল ব্লু সি(২৪৮১৪০১), হোটেল রকহোম (২৪৮০৬০৬), অপর্না হোটেল (২৪৮০৯৫০), হোটেল পাম রিসোর্ট (২৩২২০০৬), হোটেল রক ল্যান্ড (২৪৮০৫৮৮), কোভলাম ট্যুরিষ্ট হোম (২৪৮০৪৪১), হোটেল দ্বারকা (২৪৮০৪১১), কেরালা ট্যুরিজমের হোটেল সমুদ্র (২৪৮০০৮৯) ইত্যাদি.


KERALA TOUR PACKAGE-


1) Backwaters Tour of Kerala - Kochi - Munnar - Periyar - Kumarakom - Alleppy (9 Nights and 10 Days)


2) Honeymoon Tour of Kerala- Cochin - Munnar - Periyar - Kottayam - Alleppey - Kovalam - Trivandrum (9 Nights and 10 Days)


3) Exotic Tour of Kerala- Thiruvananthapuram - Kovalam - Quilon - Alleppey - Periyar - Munnar - Cochin (9 Nights and 10 Days)


ATMs of State Bank of India


1) ALAPPUZHA- (a) MEDICAL COLLEGE JUNCTION (b) VALAVANADU, KALAVOOR (c) CULLAN ROAD, MULLACKAL (d) K P ROAD, KAYAMKULAM (VIA) (e) AFDC CAMPUS, EZHUPUNNA EXTENSION COUNTER, EZHUPUNNA,


2) ERNAKULAM - (a) KOCHIN REFINERIES LTD.PREMISES, AMBALAMUGAL PO, AMBALAMUGAL (b) IRE ELOOR, INDIAN RARE EARTHES, ELOOR (c) M G ROAD, PALLIMUKKU (d) CEPZ ADMINISTRATIVE BUILDING, KAKKANAD (e) FACT PREMISES, AMBALAMEDU PO, KUZHIKKADU.


3) KOCHI- (a) PB NO 587, INDIRA GANDHI ROAD, WILLINGDON ISLAND (b) CALVETTY ROAD, FORT KOCHI (c) FORT AVENUE, TOWER ROAD FORT KOCHI, OPP TO POLICE STATION.


4) THIRUVANANTHAPURAM- KOWDIAR P O, OPP TI TTC JUNCTION, TRIVANDRUM, THIRUVANANTHAPURAM, KERALA - 695041


Axis Bank ATM


1) ALAPPUZHA- (a)M P Building, Door No.646, Ward-X, A C Road, Cherthala 688 524 (b) Mullackal Junction, Shop No. 820/30/A1/1, Danis Arcade, Cullen Road, Mullackal Junction, Alappuzha


2) KOCHI- (a) XXIV/1352, Casino Hotel Annex, Bristow Road, Wellingdon Island, Kochi (b) DD Milestone, Kadavanthara Junction, Kochi 682 036 (c) Pukalakkat City Centre, Sivadas Tower, Near Alapatt Regency, MKK Nair Road, Palarivattom, Dist Ernakulam, Kochi


3) THIRUVANANTHAPURAM- (a) Ground Floor, IOCL Outlet (M/s Vijay Enterprises), G.H. Road, Opp St.Joseph High School, Thiruvananthapuram (b) LIC of India Branch IV, Ground Floor, MG Road, Near Overbridge, Opp. SMV School, Trivandrum (c) Technopark Campus, Thiruvananthapuram 695 581



Copyright © 2015,www.bairedure.blogspot.com