Monday, July 26, 2010

WEST BENGAL

West Bengal
Darjeeling:-
Popularly know as the 'Queen of Hill Stations'.

How to Reach:-
By Rail:- New Jalpaiguri(NJP) is the nearest rail station head and is also about 88 Km from Darjeeling. NJP is also connected with all the major cities of the country with most of trains heading for the north-eastern states making a stop at this junction station. Bus services can be availed from Siliguri to Darjeeling, Mirik and Kalimpong from Tenzing Norgay Bus Terminus, Siliguri. Travel in smaller vehicles which are available on seat sharing basis/hire, from near the Bus terminus, airport and railway station.
Darjeeling tour planning:-
Day- 1:- Arrival Bagdogra Airport / NJP Railway Station & transfer to Darjeeling . Overnight at Hotel.
Day 2:-Early morning tour to Tiger Hills (at around 4 am) to view sunrise over Kanchenjunga Peak. On way back visit Ghoom Monastery, Batasia Loop. Afternoon go for a half day sightseeing of Japanese Temple, Peace Pagoda, Lalkothi, Dhirdham Temple, Ava Art Gallery and Natural History Museum. Overnight at Hotel.
Day 3:-Vist Mirik, Pashupati Nagar(Nepal Border & back) (at around 8.30 am after breakfast) & back to Darjeeling
Day 4 :- Mungpoo, Durpindara, Arts & Crafts Centre, Dr. Graham's Homes, Kalimpong Market & back to Darjeeling.
Day 5:- After breakfast visit to Padmaja Naidu Himalayan Zoological Park, Himalayan Mountaineering Institute, Ropeway Tenzing & Gombu. Rock, Tibetan Refugee Self-Help Center & Tea Estate. Afternoon visit to Rock Garden & Ganga Maya Lake by Jeep, Tata Sumo etc. Overnight at Hotel.
Day 6:- Full Day for Shopping (Darjeeling Mal)
Day 7:- After breakfast proceed to NJP Railway Station /Bagdogra Airport for your onward journey.

Hotels in Darjeeling:-
(1) Fortune Hotel Central(Heritage)- Robertson Road- Darjeeling (Phone No +91 354 2256046/47/48)
(2)Himalayan Resort- Gandhi Road- Ph +91 354 2259536

(3) The Elgin(Star)- HD Lama Road, Darjeeling, (Phone +91 354 2257226/2254114/2254082)

(4) Golden Orchid- 9 T.N.Road Road (Phone No- +919434044814)

(5) Chanakya- Robertson Road, (Phone No- +91 354 2257495)

(6) Rockville- Rockville Road, (Phone No: +91 9434121760)

(7) Nishikura Lodge- Ladenla Road, (Phone No +91 354 2259124)

(8) Mount Meridian- Robertson Road, (Phone No +91 354 2253591)

Train From Howrah/ Sealdah To New Jalpaiguri Station:-

Train No.

Train Name

Origin Station

Dep.Time

Arr.

Time

Travel Time

Days Of Run

Total Fare (SL)

Total Fare 3rd AC

03059

HWH NJP SPECIAL

HOWRAH JN

00:10

11:15

11:05

SUN

239

643

15657

KANCHANJANGA EX

SEALDAH

06:35

18:20

11:45

MON- SUN

239

643

15643

PURI KYQ EXPRES

HOWRAH JN

07:30

18:50

11:20

SUN

246

665

12509

GUWAHATI EXP

HOWRAH JN

11:15

21:30

10:15

FRI -SUN

259

673

13141

TESTA TORSA EXP

SEALDAH

13:40

03:00

13:20

MON- SUN

241

650

12345

SARAIGHAT EXP

HOWRAH JN

15:50

01:50

10:00

MON- SUN

259

673

15959

KAMRUP EXPRESS

HOWRAH JN

17:35

06:15

12:40

MON- SUN

239

643

13147

UTTAR BANGA EXP

SEALDAH

19:35

07:00

11:25

MON- SUN

239

643

13149

KANCHANKANYA EX

SEALDAH

20:30

07:30

11:00

MON- SUN

239

643

12343

DARJEELING MAIL

SEALDAH

22:05

08:00

09:55

MON- SUN

259

673

12377

PADATIK EXPRESS

SEALDAH

22:55

09:05

10:10

MON- SUN

259

673

12517

GARIB RATH

KOLKATA

21.40

10.05

7:45

THU, SUN

NA

449


Distance From Darjeeling:-
Darjeeling To Siliguri- 90 Kms
Darjeeling To Kalimpong- 51Kms
Darjeeling To Gangtok/ Sikkim:- 115Kms
Darjeeling To Pasupati (Nepal border)- 27Kms

ATM LOCATION IN DARJEELING:-
AXIS BANK:- (1) 162, Dr.zakir Hussain Road, Jalapahar, darjeeling (2) 7/3, Hill Cart Road, Judge Bazar, Darjeeling 734 101 (3) Bordaman Road, Kurseong, Darjeeling 734203 (4) Holding No. 30/ A/l, Hill Cart Road, PO - Ghoom, P.S. Jorebunglow, Darjeeling (5) House No.154, Bista Path, Bijanbari, Darjeeling 734 201 (6) Maryland Resorts Ltd., Rink Mall, 16 - 22, Laden La Road, Opp. General Post Office, Darjeeling 734 101 (7) Mirik, Opp Hotel Jagit, Darjeeling (8) Municipality Building A(L), Shop No.2 & 3, Chowk Bazaar, Darjeeling (9) Naxalbari Bazarpara, Near Bus stand Dist- Darjeeling, Siliguri, West Bengal (10) Nima Sherpa / Sangay Sherpa T.N. Road, Nima Sherpa / Sangay Sherpa, T.N. Road, Sonada, Darjeeling, West Bengal - Landmark, near Central Bank Of India.

STATE BANK OF INDIA :- (1) 2 Laden La Rd., Darjeeling, West Bengal - 734101 (2) Darjeeling Mall Road, Mall Road, Darjeeling, West Bengal - 734101 (3) Khaprail Cantt., Khaprail Cantonment Area, Darjeeling, West Bengal - 734101


পশ্চিমবঙ্গ:-

১) দার্জিলিং -দার্জিলিং এর মূল আকর্ষণ হল কাঞ্চনজঙ্ঘা, ম্যালে বসে মেঘের লুকোচুরি খেলা, ট্রয় ট্রেন. এছাড়াও আছে চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, দার্জিলিং থেকে ৮কিম্ দুরে ঘুম, ইয়াগা চোলিং মনাস্ট্রি , সানতেন চোলিং মনেস্ট্রি, সোনদা মনাস্ট্রি, বাতাসিয়া লুপ, রক গার্ডেন, পিস প্যাগোডা, মহাকাল মন্দির ইত্যাদি. দার্জিলিং রেল স্টেষন থেকে ম্যাল যাবার রাস্তার দুই ধারে প্রচুর দোকান এবং নানান পশরা. এখানে কেনাকাটা করা যেতে পারে.
কিভাবে যাবেন- কোলকাতা থেকে ট্রেনে নিউ জলপাইগুরি স্টেষন. স্টেষনের বাইরে প্রচুর প্রিপেড স্ট্যান্ড থেকে জিপ, গাড়ি নিয়মিত দার্জিলিং যাচ্ছে. শিলিগুড়ি থেকে দার্জিলিং এর দুরত্ব প্রায় ৮০ কিমি.

কোথায় ATM আছে- (ক) এস.বি.আই এর-(১)দার্জিলিং ম্যাল রোডে, (২) ২,লাদেন লা রোডে (৩) খাপরেইল ক্যান্টনমেন্ট. (৪) কালিংপং এ মিন্ত্রি ভবন মেইন রোড (৫) মিরিকে জগজত হোটেল (খ) এক্সিস ব্যাঙ্ক এর- (১) বিজনবাড়ি, হাউস নং- ১৫৪, বিস্তা পাথ (২)মেরিল্যান্ড রিসোর্ট লিমিটেড, রিঙ্ক মল, ১৬-২২ লাদেন লা রোড, জেনারেল পোষ্ট অফিসের উল্টোদিকে (গ)আইসিআইসিআই ব্যাঙ্ক- (১) ৪৯, লাদেন লা রোড, দার্জিলিং (২) ২৬/২ এইচ.ডি লামা রোড, দার্জিলিং .


দার্জিলিং এ থাকার জন্য হোটেল:-থাকার জন্য অজস্র হোটেল রয়েছে. পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের ট্রুরিষ্ট লজ আছে,Darjeeling Tourist Lodge (0354)-254411/254412 Bhanu Sarani,Darjeeling.Pin – 734101. (কোলকাতা থেকে বুকিং করুন এই ফোন নং এ ০৩৩-২২৪৮৮২৭১) এদেরই টুরিষ্ট ইনফরমেশন সেন্টার (দার্জিলং) ১, নেহেরু রোড, দার্জিলিং- ৭৩৪১৯১. ফোন নং ০৩৫৪-২২৫৪০৫০/২২৫৪১০১. শিলিগুড়ির টুরিষ্ট ইনফরমেশন সেন্টারের ঠিকানা- এম-৪ বিল্ডং, হিলকার্ট রোড, শিলিগুড়ি, জেলা- দার্জিলিং ফোন নং- +৯১৩৫৩২৫১১৯৭৪১. হিমালয়ান হোটেল (গান্ধী রোড, দার্জিলিং), হোটেল দিল, হোটেল হিমালয়া (বেনফিস), হোটেল দ্যা হেরিটেজ, হোটেল মোহিত

নিম্নে বিভিন্ন পুলিশ স্টেষনের নং দেওয়া হল-Bagdora -: 03532551242 Kalimpong -: 03552255268 Kharibari -: 03532554227 Kurseong-:03542230222 Siliguri -: 953532662101, C.I.(Darjeeling) -Tel: 03542254422.

২) লাভা- একটি পাহাড়ের গ্রাম হলো লাভা. এখানে আছে গুম্ফাচত্তর. এটি তিব্বতিয় বৈদ্ধদের. এখানে বৈদ্ধ লামাদের ধর্মীয় প্রশিক্ষন দেওয়া হয়. এখানে আছে ছাঙ্গে ফলস. নেওয়া ভ্যালি জাতীয় উদ্যান. কালিংপঙ থেকে প্রায় ৩৪ কিমি দুরে লাভা. কালিংপঙ থেকে জিপ অথবা বাসে করে লাভা যাওয়া যায়.লাভার কিছু হোটেলের নাম ও ফোন নং-দার্জিলিং গোর্খা হিল কাউন্সিলের ট্রুরিষ্ট লজ (০৯৯৩২২৭০৭৬৭), হোটেল অর্কিড- (০৩৫৫২-২৮২২১৩), হোটেল ভিউপয়েন্ট (২৮২৩৩১), হোটেল পারকার, পি পি লজ, সিনচুলা রিট্রিট, হোটেল গ্রীন উড, ন্যাচারাল রিসোর্ট, হোটেল প্যারাডাইস ইত্যাদি. লাভার এসটিডি কোড- ০৩৫৫২

৩) রিশপ -লাভা থেকে রিশপ জিপে যাওয়া যায়. আবার অনেকে হেটেও যান. লাভা থেকে রিশপ ১১কিমি. রিশপ একটি ছোট পাহাড়ি গ্রাম. রিশপ থেকে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য্য উপভোগ করুন. এখান থেকে কিছুটা দূরে টিফিনদাড়ার ভিউপয়েন্ট থেকে সূর্যোদয় অবশ্যয় দেখুন. এখানে থাকার মতো কয়েকটি হোটেল-হোটেল কাঞ্চনভিউ, হিমালয়ান হার্টস, হোটেল সোনার বাংলা, রিশপ ইন, নেওড়া ভ্যালি রিসর্ট- ৯৯৩২৯৬৩৭৯৭, হোটেল মমতা, প্যারাডাইস ভিলা (৯৯৩২৮৮৯৫৬৫), লাভলি রিসোর্ট, হোটেল পিঙ্ক, পোটেল প্রিয়দর্শী, স্নোভিউ ট্যুরিষ্ট লজ, কাঞ্চন ভিউ রিসোর্ট ইত্যাদি.


৪) লোলেগাঁও-লাভা থেকে চলে আসুন লোলেগাঁওতে. লাভা থেকে লোলেগাও এর দুরত্ব ২৪কিমি মতো. পাইন, দেওদার দিয়ে সাজানো পাহাড়ী গ্রাম হলো লোলেগাও. লাভা থেকে মারুতী, জিপ ইত্যাদি করে লোলেগাঁও চলে আসুন. এখানে থাকার যায়গা হলো- হোটেল প্যারাডাইস প্লাজা- ফোন নং- ৯৯৩২৮৮৯৫৬৫, ডিজিএইচসি ট্রুরিষ্ট লজ আছে যার ফোন নং-২৭৭২১৮, হোটেল গোল্ডেন হাইট, হোটেল সস্তিক, ইয়ানকি স্টে, হোটেল এল্পলাইন, লাভলি রিসোর্ট, লোলেগাও ট্যুরিষ্ট সেন্টার ইত্যাদি.



হাওড়া/ শিয়ালদহ থেকে নিউ জলপাইগুড়ি যাবার বিভিন্ন ট্রেন-
১) দার্জিলিং মেল ( নং- ২৩৪৩). শিয়ালদহে ছাড়বার সময়- প্রতিদিন রাত্রি ১০টা ৫মিনিটে, নিউজলপাইগুড়ি পৌছাবে- সকাল ৮টার সময়. মোট ৬টি স্টপেজ. মোট দুরত্ব- ৫৬৭ কিমি. ভাড়া- স্লিপার ক্লাস- ২৫৯টাকা, এসি- ৬৭৩টাকা, ফাস্ট এসি- ১৫১৮টাকা. ফেরার জন্য ট্রেন নং- ২৩৪৪. নিউ জলপাইগুড়িতে ছাড়বে সন্ধ্যে ৬টা ৪০ এ শিয়ালদহ পৌছাবে- সকাল ৬টা (মাঝে বোলপুর এ পৌছাবে- ভোর ৩টে ৬ মিনিটে, বর্ধমানে পৌছাবে- ভোর ৪টে ১১মিনিটে) (১৫ই ফেব্রুয়ারী ২০১০ অনুযায়ী)


২) সরাইঘাট এক্সপ্রেস (নং- ২৩৪৫), হাওড়ায় ছাড়বে- বৈকাল- ৪টে তে. নিউজলপাইগুড়ি পৌছাবে- রাত্রি ১টা ৫০ মিনিটে (মাঝে বর্ধমান-বৈকাল ৫টা ১৭ মিনিট, বোলপুর-সন্ধ্যে ৬টা ৫মিনিটে). ভাড়া- স্লিপার ক্লাস- ২৫৯টাকা, এসি- ৬৭৩টাকা. ফেরার জন্য- ট্রেন নং- ২৩৪৬, নিউ জলপাইগুড়িতে ছাড়বে সন্ধ্যে ৭টা ০৫ এ হাওড়া পৌছাবে- সকাল ৫টা ১০মিনিটে (মাঝে বোলপুর এ পৌছাবে- ভোর ২টে ৪৪ মিনিটে, বর্ধমানে পৌছাবে- ভোর ৩টে ৪৬মিনিটে) (১৫ই ফেব্রুয়ারী ২০১০ অনুযায়ী)


(৩) কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস-নং-৫৬৫৭, শিয়ালদহে ছাড়বার সময়- প্রতিদিন ভোর ৬টা ৪৫মিনিটে, নিউজলপাইগুড়ি পৌছাবে- সন্ধ্যে ৬টা ৪৫মিনিটে. মোট ১৭টি স্টপেজ. মোট দুরত্ব- ৫৬৭ কিমি. ভাড়া- স্লিপার ক্লাস- ২৩৯টাকা, এসি- ৬৪৩টাকা. ফেরার জন্য ট্রেন নং- ৫৬৫৮. নিউ জলপাইগুড়িতে ছাড়বে সকাল ৭টা ৫৫মিনিটে এ শিয়ালদহ পৌছাবে- সন্ধ্যে ৭টা ২৫ মিনিটে (মাঝে বোলপুর এ পৌছাবে- বিকাল ৪টে ১৪ মিনিটে, বর্ধমানে পৌছাবে- বিকাল ৫টে ১৬মিনিটে) (১৫ই ফেব্রুয়ারী ২০১০ অনুযায়ী)


(৪) তিস্তা তোর্সা এক্সপ্রেস- নং- ৩১৪১, শিয়ালদহে ছাড়বার সময়- প্রতিদিন দুপুর ১টা ৩৫মিনিটে, নিউজলপাইগুড়ি পৌছাবে- ভোর ৪টের সময় (ব্যান্ডেলে দুপুর ২টো ৫৭ মিনিটে ছাড়বে, কাটোয়ায় ছাড়বে- বিকাল ৫টা ৫ এ),. মোট ২৫টি স্টপেজ. মোট দুরত্ব- ৫৭১ কিমি. ভাড়া- স্লিপার ক্লাস- ২৪১টাকা, এসি- ৬৫০টাকা. ফেরার জন্য ট্রেন নং- ৩১৪২. নিউ জলপাইগুড়িতে ছাড়বে বিকাল ৩টা ৫০মিনিটে এ শিয়ালদহ পৌছাবে- ভোর ৫টার সময়(মাঝে কাটোয়া পৌছাবে- ভোর ১টা ৫ মিনিটে, ব্যান্ডেল- বোর ৩টে ৫ মিনিটে পৌছাবে) (১৫ই ফেব্রুয়ারী ২০১০ অনুযায়ী)


(৫)উত্তরবঙ্গ এক্সপ্রেস (৩১৪৭আপ/৩১৪৮ডাউন)/কাঞ্চনকন্যা এক্সপ্রেস (৩১৪৯/৩১৫০) উত্তরবঙ্গ এক্সপ্রেস যায় সোম, বুধ এবং শনিবার এবং কাঞ্চনকন্যা যায়- মঙ্গল, বৃহ, শুক্র এবং রবিবার. ফেরার সময় উত্তরবঙ্গ এক্সপ্রেস আসে মঙ্গল, বৃহ ও শনিবার এবং কাঞ্চনকন্যা এক্সপ্রেস আসে সোম, বুধ, শুক্র ও শনিবার). মোট স্টপেজ সংখ্যা- ১৮টি, শিয়ালদহ থেকে ছাড়বে- সন্ধ্যে ৭টা ৩৫ মিনিটে এর পর বর্ধমান এ ছাড়বে- রাত্রি ৯টা ২৮এ, বোলপুর এ ছাড়বে- রাত্রি ১০টা ২৫ মিনিটে এবং নিউ জলপাইগুড়ি পৌছাবে- পরদিন সকাল ৭টায়. ফেরার জন্য নিউ জলপাইগুড়ি তে ছাড়বে- রাত্রি ৮টা ৩০মিনিটে, বোলপুর পৌছাবে- সকাল ৫টায়, বর্ধমান পৌছাবে- সকাল ৬টা ১৫ মিনিটে. ভাড়া- ২৩৯ টাকা শিয়ালদহ থেকে স্লিপার ক্লাসে এবং এসিতে- ৬৪৩টাকা.

(৬)কামরুপ এক্সপ্রেস- নং ৫৯৫৯ আপ, হাওড়ায় ছাড়বে- প্রতিদিন বিকাল ৫টা ৩৫ এ কাটোয়া- ৮টা ৫৫, এবং নিউ জলপাইগুড়ি পৌছাবে- সকাল ৬টা ১৫মিনিটে. ফেরার সময়- নিউজলপাইগুড়ি থেকে ছাড়বে- বিকাল ৪টে ৩৫মিনিটে, এবং কাটোয়া পৌছাবে- ভোর ২টো ২৫ মিনিটে, হাওড়ায় পৌছাবে- সকাল ৬টা ২৫মিনিটে. ভাড়া- ২৩৯টাকা (স্লিপার ক্লাস) এবং এসির ভাড়া- ৬৪৩টাকা.(১৫ই ফেব্রুয়ারী ২০১০ অনুযায়ী)


(৭) হাওড়া নিউজলপাইগুড়ি সুপার স্পেশাল- নং- ০৫৪৫, ছাড়বে প্রতি বৃহ এবং শনিবার. হাওড়ায় ছাড়বে- রাত্রি ১১টা ৫৫, বোলপুর- রাত্রি ১টা ৫৮, মালদায়- ৫টা ৫০ এবং নিউ জলপাইগুড়ি পৌছাবে- সকাল -১০টায় (মোট স্টপেজ- ৫টি). ভাড়া- স্লিপার ক্লাস- ২৫৯টাকা, এসি- ৬৭৩টাকা. ফেরার জন্য নিউজলপাইগুড়ি থেকে ছাড়বে- সন্ধ্যা ৬টা ৫০মিনিটে বোলপুর পৌছাবে- ভোর ২টো ২৫মিনিটে , হাওড়ায় পৌছাবে- ভোর ৪টে ৫০ মিনিটে.


**** উপরের রেলের সকল তথ্য রেলের ওয়েবসাইট থেকে পাওয়া ১৫ই ফেব্রুয়ারী ২০১০ অনুযায়ী (বিস্তারিত জানতে লগঅন করতে পারেন- http://www.indianrail.gov.in

Dial 139 from your landline, mobile & CDMA phones for railway enquiries

Railway SMS Enquiry Numbers: 57886, 54959, 5676747, 139


মন্দারমণি-এখন আমাদের কাছে দীঘা মন্দারমণি একটি পরিচিত নাম. কলকাতা থেকে দীঘাগামী বাস ধরে চলে যান চাউলখোলা, চাওলখোলা থেকে ৬কিমি গিয়ে দাদনপাত্রবাড়, দাদনপাত্রবাড় থেকে দু কিমি দুরে পৌছান মন্দারমণি. মন্দারমনি পূর্ব মেদিনিপুর জেলার অন্তর্গত.এখানে গেলে সানসক্রীম লোশন নিয়ে যাবেন. এখানে প্রচুর লাল কাঁকড়া দেখা যায়. কলকাতার ধর্মতলা থেকে দুরত্ব- ১৬৬কিমি (ধর্মতলা থেকে কোলাঘাট- ৬৩কিমি, কোলাঘাট থেকে মেচেদ- ৩কিমি, মেচেদা থেকে কোন্টাই- ৮০ কিমি, কোন্টাই থেকে চাউলখোলা- ১২.৩কিমি, এখান থেকে কালিন্দি- ৪কিমি, কালিন্দি থেকে দাদনপাত্রবাড় - ৪কিমি, এখান থেকে মন্দারমণি ৬কিমি)

ট্রেনে হাওড়া থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেস (২৮৫৭) - হাওড়ায় ছাড়বে প্রতিদিন সকাল ৬টা ৪০মিনিটে, দিঘা- সকাল ১০টা ৫মিনিটে (ভাড়া- এসি চেয়ার কার এ-২৬৩টাকা, সেকেন্ড ক্লাস- ৭৫টাকা) মোট দুরত্ব- ১৮৯কিমি. ফেরার জন্য- ট্রেন নং- ২৮৫৮, দীঘায় ছাড়বে- সকাল ১০টা ২৫মিনিটে, হাওড়ায় পৌছাবে- দুপুর ১টা ৫০ মিনিটে)
কান্ডারী এক্সপ্রেস- (৮০০১) হাওড়ায় ছাড়বে দুপুর ২টো ১০মিনিটে, দীঘায় পৌছাবে- সন্ধ্যে ৫টা ৫০ মিনিটে (ভাড়া এসি চেয়ার কার- ২৩৩টাকা, সেকেন্ডক্লাস- ৬৬টাকা) ফেরার জন্য ট্রেন নং- ৮০০২, দীঘায় ছাড়বে- সন্ধ্যে ৬টা ১০মিনিটে, হাওড়া পৌছাবে- রাত্রি ৯টা ৪৫মিনিটে)

থাকার জন্য হোটেল- দীগন্তে (+91 98 3104-3365), হোটেল সোনার বাংলা (+91 98363-81994),সমুদ্র বিলাস (033-40078155, 9434005435), হোটেল মৈনাক (9831046003),গার্ডেন রিট্রিট(9831167537), সানা বিচ রিসোর্ট, তরঙ্গমালা(০৩২২০-২০০২৫৫), ড্রিম ল্যান্ড হোটেল(৯৯৩২৩৮৮৪৪৬), নীল নির্জনে, দেবরাজ বিচ রসোর্ট, ড্রিম হাট, মাসারা বিচ রিসোর্ট, রোজ ভ্যালি (০৩৩- ২৫০০৬৪৭০), সমুদ্র সখি (৯৩৩২০২৪৩২৮), হীরক জয়ন্তী(০৯৩৩৩১১৫৩৭৭)) সিঞ্জিনি রিসোর্ট ইত্যাদি
দীঘার কিছু হোটেলের নাম- হোটেল সি উইন্ড, হোটেল সরোজ, হোটেল সোনার বাংলা, হোটেল সি কোষ্ট, গুলমোহর লজ, চৌধুরী লজ, হোটেল বিদিশা, হোটেল মিনাক্ষী (বেনফিস), পশ্চিমবঙ্গ ট্রুরিজমের ট্রুরিষ্ট লজ- Phone : +91-33-2248 5168, 2243-72602248 8271/8272, Fax: +91-33-2248 5168,

বকখালি (Bakkhali)- বকখালি কোলকাতা থেকে প্রায় ১২৫ কিলোমিটার দুরে দক্ষিন ২৪পরগনা জেলায় অবস্হিত. কোলকাতা থেকে ডায়মন্ডহারবার-কাকদ্বিপ-নামখানা এবং এরপর ফেরি সার্ভিস হয়ে বকখালি পৌছানো যায়. WBSTC এর বাস প্রতিদিন নিয়মিত ধর্মতলা (কোলকাতা) থেকে বকখালি যাচ্ছে. (সকাল ৭টা, ৮টা নাগাদ ধর্মতলা থেকে বকখালির বাস পেতে পারেন). বকখালি যেতে কোলকাতা থেকে প্রায় ৪ঘন্টা ৩০মিনিট মতো লাগে. বাস যাচ্ছে ধর্মতলা-আলিপুর চিড়িয়াখানা- তারাতলা- ডায়মন্ডহারবার- কাকদ্বিপ- নামখানা হয়ে বকখালি. আপনি ট্রেনেও যেতে পারেন, এর জন্য আপনাকে নামতে হবে নামখানা স্টেষনে. শিয়ালদহ থেকে নামখানা যাবার ট্রেন ছাড়ে ভোর ৩টে ৫৫মিনিটে, ভোর ৬টা ৫০মিনিটে, সকাল ১১টা, দুপুর ২টো ১০, বৈকাল ৫টা ২৫, সন্ধ্যা ৬টা ৫০ এ. শিয়ালদহ থেকে নামখানা পৌছাতে প্রায় ৩ঘন্টা সময় লাগে. নামখানায় নেমে ভ্যানে করে বাসস্ট্যান্ড পৌছান এরপর সেখান থেকে বাসে করে পৌছে যান বকখালিতে (সময় লাগে প্রয়া ৫০মিনিট থেকে ১ঘন্টা মতো). বকখালির এসটিডি নং-০৩২১০.
বকখালিতে থাকার জায়গা-অনন্যা হোটেল (৯৮৩১৫০৭৫২৮), হোটেল অমরাবতি (০৯৮৩৬৩৮১৯৯৪), বকখালি টুরিষ্ট লজ (পশ্চিমবঙ্গ ট্রুরিজমের- ০৩২১০ ২২৫২৬০) , হোটেল বেবিলন (৯৭৩২৭৮১৯৭০), সাগরবেলায় গেষ্ট হাউস (৯২৩১৫৪৯৭৩২), সাহান ট্রুরিষ্ট লজ (৯৮৩০২৬৮৬৯৮), বলাকা লজ(২২৫২০৭), মাকালী লজ (০৯৯৩৩৪৩১৩৬২), হোটেল সি ভিউ(২২৫২৮২), হোটেল নিউ সাগরিকা (৯৭৩২৮২৮৩২৪), হোটেল অমরাবতী(৯৭৩২৬১৯৩৪০), হোটেল সঙ্গম (২২৫5৫০২), মা সারদা হোটেল(২২৫০১২), meuসাহানা ট্যুরিষ্ট লজ(২২৫২২৯), বেভিউ ট্যুরিষ্ট লজ (২২৫২১৪), oদীপক হোটেল(নামখানা-২৯০৪৪৪) ইত্যাদি.




বিষ্ণুপুর-

বিষ্ণুপুরে দেখার জায়গা- বিষ্ণুপুরের দক্ষীণে টুরিষ্ট লজের পিছনে দলমাদল কামান, লালপাথর কুঁদে তৈরী দেবী ছিন্নমস্তার মন্দীর, লালবাঁধ দীঘি, সর্বমঙ্গলার মন্দীর, রামকৃষ্ণ মন্দীর, কালাচাঁদ মন্দীর, রাধামাধব মন্দীর, রঘুনাথ সিংহের গড়া শ্যামরায় মন্দীর, এর পাশে মল্লরাজ রঘুনাথ সিংহের তৈরী জোড়া মন্দীর জোড়বাংলা, রাধেশ্যাম মন্দীর (চৈতন্য সিংহের তৈরী) , মল্লরাজা বীর সিংহের তৈরী রাজবাড়ী, দূর্গাদেবীর মন্দীর, রাজবাড়ীর বিপরীতে রাধালাল জিউর মন্দীর, অনবদ্য টেরাকোটায় সমৃর্দ্ধ মদনমোহনের শ্রী মন্দীর, বাংলার চালাঘরের ও মিশরের পিরামিডের আদতে তৈরী রাসমঞ্চটি, বিষ্ণুপুরের টেরাকোটার কাজের জন্যই মানুষ এখানে ছুটে আসেন, বিষ্ণুপুরে আচার্য্য যোগেশচন্দ্র পুরাকীর্তি ভবন.

এখানে আরও কিছু মন্দীর আছে যেমন লালাজী মন্দীর, মদনমোহন, রাধাগোবীন্দ মন্দীর, নন্দলাল মন্দীর (এই মন্দীরগুলি ল্যাটেরাইট পাথরে তৈরী), মল্লেশ্বর, মদনমোহন মন্দীর, মরলীমোহন মন্দীর (এই মন্দীরগুলি ইট দিয়ে তৈরী). বিষ্ণুপুরে অনেকগুলি দিঘি আছে যেমন- লালবাঁধ (আগে উল্লেখ করা হয়েছে), কৃষ্ণবাঁধ, যমুনাবাঁধ, শ্যামবাঁধ, পোকাবাঁধ, কালিন্দীবাঁধ ইত্যাদি. বিষ্ণুপুরে ৭ই পৌষ থেকে শুরু হয় বিষ্ণুপুর মেলা (এটি একটি জাতীয় মেলা)


Copyright © 2015,www.bairedure.blogspot.com