Friday, August 2, 2013

Gangto With Tsmogo Lake, Lachung, Yumthang Valley & Pelling


Gangtok, Tsmogo Lake, Lachung, Yumthang Valley & Pelling Tour

 7 nights & 8 days (Gangtok: 3N,  Lachung: 2N & Pelling: 2N.)

DAY 1.

New Jalpaiguri Railway Station / Bagdogra Airport – Gangtok (5,500 ft), (128 kms / 4 hrs)
NJP Railway Station / airport  to Gangtok. Overnight stay at the hotel in Gangtok.

DAY 2.

After breakfast start a tour to Tsomgo Lake (12,400 ft, 34km). Lake is 1 km long, oval in shape and 50 ft deep. Here you can find snowfall & Yak Riding. (Optional trip for Indian tourists to legendary Baba Mandir and Nathu-La Pass (14,400ft, 52 km)Indo-China border Overnight stay at Gangtok.

DAY 3.

Morning drive to Lachung (Alt 8,610 ft, 118 km) in North Sikkim. On the way visit Singhik View Point, Seven Sister Waterfalls, and Naga Waterfalls. Lunch on the way. Check in at Hotel in the late afternoon. Overnight stay at Lachung.

DAY 4.

Early morning drive to Yumthang Valley (Alt 11,800 ft), 24kms an Alpine flower valley in North Sikkim. Enjoy the scenic landscape and Hot spring and drive back to Lachung for Lunch. Optional tour to Yumesamdong Valley or Zero Point close to Tibet Border (Alt 15,000 ft, 23 kms from Yumthang) for Indian tourists only (at extra cost and prior notice).Overnight stay at Lachung.

DAY 5.

Drive to Gangtok. Evening free for shopping and personal activities.Overnight stay at Gangtok.

DAY 6.

Drive to Pelling (7,200 ft, 115 km). In the afternoon visit to Psemayangtse Monastery, Rabdentse Palace Ruins. Overnight stay at Pelling.

DAY 7.

After breakfast start for full day sightseeing visit Darap Village, Rimbi Water Falls, Rimbi Power Project, Rock Garden, Kanchenjunga falls, Khechopari Lake. It is one of the sacred Buddhist lake and it is believed that whatever is wished in front of the lake comes true. Myth is that when a leaf falls on the placid clear water surface, it is picked by a bird. Overnight stay at Pelling.

DAY 8.

Drive to NJP Railway Station / Bagdogra Airport according to the schedule. Tour Ends.

গ্যাংটক (GANGTOK)
সিকিমের রাজধানী গ্যাংটক. গ্যাংটকের এমজিমার্গ বা মহাত্মা গান্ধী মার্গ খুব সুন্দর ফুল দিয়ে সাজানো, এর মাঝে বসার জায়গা দুই পাশে প্রচুর সুসজ্জিত দোকান. এই জায়গাটা খুবই পরিস্কার পরিচ্ছন্ন. বিকাল থেকে এই জায়গাটি খুবই জমজমাট. এখানের কাছেই ট্যাক্সি স্ট্যান্ড (তিবেত রোড). এই এমজিমার্গে একটি সুন্দর মহাত্মা গান্ধীর মূর্তি আছে. বিভিন্ন শীতবস্ত্র, ইলেকট্রনিক্স জিনিষ এখানে সস্তায় পাওয়া যায়. শহরের মধ্যেই আছে রোপওয়ে. উপর থেকে শহরটাকে দেখতে খুবই সুন্দর লাগে. গ্যাংটক শহরের মধ্যে কিছু দর্শনিয় স্হান- অর্কিড হাউস, বোট্যানিক্যাল গার্ডেন, এনচে মনাস্ট্রি, ডিয়ার পার্ক, তাশি, গণেশ টক, হনুমান টক, রুমটেক মনাস্ট্রি. গ্যাংটকের STD Code: 03592. এস.বি.আই এর এটিএম সেন্টার আছে- দেওরালি বাজারা, লিংগমো মার্কেট-এম.জি মার্গ-নয়া বাজার.
গ্যাংটকে থাকার জন্য বিভিন্ন হোটেল (List of hotels in Gangtok)-
আনোলা হোটেল (03592 202562), রয়েল প্লাজা (03592 281570‎), হোটেল সিলভার লাইন, হোটেল তিব্বেত (২২২৫২৩), হোটেল স্টারলিক, হোটেল নিরভানা, হোটেল কার্মা, হোটেল গ্রিন (২২৫০৫৭), হোটেল নরকহিল (২২৩১৮৬), হোটেল সোনাম ডেলেক (২০২৫৬৬), চুম্বি রেসিডেন্সি (২২৬৬১৮), হোটেল গোল্ডেন প্যাগোডা (২০৬৯২৮), হোটেল রয়েল প্লাজা (২৮০০৩২), হোটেল সোনালি ইন্টারন্যাশানাল (৯৮৩০২৮৭৪২৯) ইত্যাদি.

ছাঙ্গু লেক (Tsomgo(Changu) Lake)-
গ্যাংটক শহর দেখে ঘুরে আসতে পারেন ছাঙ্গুলেক. এটি গ্যাংটক থেকে ৩৮ কিমি দুরে ১২,৪০০ফুট উচ্চতায় অবস্হিত. এই পথে যাবার জন্য আগে থেকে পারমিশন করাতে হয় এর জন্য হোটেলের সাথে যোগাযোগ করতে পারেন. ছাঙ্গু লেকের জল শীতের সময় জমে বরফ হয়ে যায়, লেকের চারদিকে পাহাড়ের গায়ে বরফের চাদর দিয়ে ঢাকা থাকে. তখন এই লেকের রুপই অন্য রকম. এখানে যারা বেরাতে আসেন তারা ইয়াকের পিঠে একবার চড়েন. ইয়াকের পিঠে চড়ে লেকের চারদিক ঘুরতে পারেন.

বাবা মন্দীর
ছাঙ্গু থেকে কিছুটা এগোলেই বাবা মন্দীর. হরভজন সিং নামে এক ভারতীয় সেনা যিনি চিন এবং ভারেতের মধ্যে যুদ্ধের সময় শহিদ হয়েছিলেন তাঁর স্মৃতির উদ্দেশ্যেই এই মন্দীরের নাম হয়েছে বাবা মন্দীর. ভারতীয় সীমান্তরক্ষী বাহীনির কাছে এই মন্দীরটি খুবই পবিত্র.

নাথুলা (Nathula Pass)
ছাঙ্গুলেক থেকে যখন বাবা মন্দীর যাবেন তখন নাথুলার রাস্তাটি আলাদা হয়ে গেছে. গ্যাংটক থেকে নাথুলার দুরত্ব হল প্রায় ৫৬কিমি. নাথুলার উচ্চতা ১৪,৪৫০ফুট. নাথুলা প্রতিদিন যাওয়া যায় না. এর জন্য আগে থেকে পাশ করাতে হয়. সোমবার এবং মঙ্গলবার ছাড়া প্রতিদিন নাথুলা যাওয়া যায়. নাথুলা আর একটি কারনে খুবই গুরুত্বপূর্ণ. চীন ও ভারতের মধ্যে এই রাস্তার মধ্যে দিয়ে বাণিজ্যের জন্য গাড়ি যাতায়ত করে. এখানে গেলে খালি চোখেই চিনের সিমান্তরক্ষীদের দেখা যায়. এখানে সেনাবাহীনির একটা কফিশপ আছে, প্রচণ্ড ঠান্ডাতে কফি শপে গিয়ে কফির চুমুক দিতে পারেন.

ইয়ুমথাং (Yumthang)
হরেক রকমের ফুলের সমাবেশ এই ইয়ুমথাং উপতক্যায়. এপ্রিল থেকে মে মাসে ইয়ুমথাং এ হরেক রকমের ফুল দেখা যায়. ইয়ুমথাং যেতে হলে লাচুং চলে আসুন সেখানে রাত্রি কাটিয়ে ভোরে চলে আসুন ইয়ুমথাং এ. লাচুং মুলতঃ একটি গ্রাম. তবে হোটেল,দোকানপাট সবকিছুই এখানে আছে. প্রায় ৮০০০ ফুট উচ্চতায় অবস্হিত লাচুং গ্রামটি. ইয়ুমথাং এ লাচেন চু নামে যে নদীটি বয়ে চলেছে এটিই তিস্তা নাম নিয়ে বয়ে গেছে. লাচেন থেকে ইয়ুমথাং এর দুরত্ব প্রায় ২৪ কিমি. শিতের সময় এখানে চারিদিক বরফ দিয়ে ঢাকা থাকে. ইয়ুমথাং এর উচ্চতা প্রায় ১১,৮০০ ফুট. লাচুং থেকে ২৪কিমি দূরে অবস্হিত কাটাও. এখানে অনেকে বরফ দেখার জন্য যান. তবে এককথায় এই জায়গাগুলি সত্যিই অসাধারন. গেলে ভালো লাগতে বাধ্য.

গুরুদোংমার (Gurudongmar)


গুরুদোংমার যাবার জন্য আপনাকে রাত্রীবাস করতে হবে লাচেনে. ৯৫০০ ফুট উচ্চতায় ছোট্ট পাহাড়ের গ্রাম যার নাম লাচেন. চুংথাং থেকে দুরত্ব ২৮ কিমির মতো. এখানে খুব বেশি হোটেল নেই. পরদিন ভোরে বেরিয়ে পরুন গুরুদোংমার লেক দেখবার জন্য. পথে শুধুই রুক্ষ পাহাড়ের সারি. ১৭,৮০০ ফুট উচ্চতায় অবস্হিত ধপধপে সাদা লেক, যার নাম গুরুদোংমার লেক. রাস্তায় প্রচুর ইয়াক দেখতে পাওয়া যায়. লাচেন থেকে দুরত্ব ৬৫ কিলোমিটার. এই লেকের জল দেখতে খুবই সুন্দর. চারদিকে বরফ. তবে এখানে বাতাস কম থাকায় অক্সিজেন নিতে একটু কষ্ট হয়. বৌদ্ধ ও হিন্দু সম্প্রদায়ের কাছে খুবই পবিত্র এই লেকটি. গ্যাংটক থেকে প্রাইভেট ট্যুর অপারেটর অথবা যে হোটেলে থাকবেন তাদের সাথে কথা বলে এই ট্যুরটি (ইয়ুমথাং, কাটাও, গুরুদোংমার) ঠিক করে নিতে পারেন. একটি গাড়িতে ৮জন মতো যাওয়া যায়. তবে গ্যাংটক বেরাতে গেলে গুরুদোংমার, ইয়ুমথাং না দেখলে পুরো ভ্রমণটাই মাটি হয়ে যায়.


পেলিং (Pelling)
পশ্চিম সিকিমে খুবই জনপ্রিয় স্হান হলো পেলিং. পেলিং থেকে কাঞ্চনজঙ্ঘা খুবই কাছে থেকে দেখা যায়. এখানে প্রচুর হোটেল, দোকানপাট আছে, তাই পেলিং খুবই জমজমাট একটা শহর. পেলিং এর কাছেই কাঞ্চনজঙ্ঘা জলপ্রপাত, ছাঙ্গে জলপ্রপাত ইত্যাদি গাড়ি ভাড়া করে দেখতে পারেন. পেলিং থেকে ইয়াকসামেও ঘুরে আসতে পারেন. গ্যংটক থেকে পেলিং এর দুরত্ব হলো প্রায় ১২১ কিলোমিটার. পেলিং এ থাকার জন্য প্রচুর হোটেল আছে যেমন- গ্রীন ভ্যালি, নোরবুগাং হোটেল (03595-258245, 03595-258272), নেওয়া রিজেন্সি (03595-258596), তাশিগ্যাং রিসোর্ট (03595-250340), হোটেল ভিউ পয়েন্ট, হোটেল পেলিং, হোটেল সিতারা ইত্যাদি. পেলিং এর STD Code: 03595.

হাওড়া/ শিয়ালদহ থেকে নিউ জলপাইগুড়ি যাবার বিভিন্ন ট্রেন-

১) দার্জিলিং মেল (Darjeeling Mail)-
নং- ২৩৪৩. শিয়ালদহে ছাড়বার সময়- প্রতিদিন রাত্রি ১০টা ৫মিনিটে, নিউজলপাইগুড়ি পৌছাবে- সকাল ৮টার সময়. মোট ৬টি স্টপেজ. মোট দুরত্ব- ৫৬৭ কিমি. ভাড়া- স্লিপার ক্লাস- ২৫৯টাকা, এসি- ৬৭৩টাকা. ফেরার জন্য ট্রেন নং- ২৩৪৪. নিউ জলপাইগুড়িতে ছাড়বে সন্ধ্যে ৬টা ৪০ এ শিয়ালদহ পৌছাবে- সকাল ৬টা (মাঝে বোলপুর এ পৌছাবে- ভোর ৩টে ৬ মিনিটে, বর্ধমানে পৌছাবে- ভোর ৪টে ১১মিনিটে) (১লা আগষ্ট ২০০৯ অনুযায়ী)

২)সরাইঘাট এক্সপ্রেস (Saraighat Express)
নং- ২৩৪৫, হাওড়ায় ছাড়বে- বৈকাল- ৪টে তে. নিউজলপাইগুড়ি পৌছাবে- রাত্রি ১টা ৫০ মিনিটে (মাঝে বর্ধমান-বৈকাল ৫টা ১৭ মিনিট, বোলপুর-সন্ধ্যে ৬টা ৫মিনিটে). ভাড়া- স্লিপার ক্লাস- ২৫৯টাকা, এসি- ৬৭৩টাকা. ফেরার জন্য- ট্রেন নং- ২৩৪৬, নিউ জলপাইগুড়িতে ছাড়বে সন্ধ্যে ৭টা ০৫ এ হাওড়া পৌছাবে- সকাল ৫টা ১০মিনিটে (মাঝে বোলপুর এ পৌছাবে- ভোর ২টে ৪৪ মিনিটে, বর্ধমানে পৌছাবে- ভোর ৩টে ৪৬মিনিটে) (১লা আগষ্ট ২০০৯ অনুযায়ী)

৩) কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (Kanchanjhangha Express)-
নং-৫৬৫৭, শিয়ালদহে ছাড়বার সময়- প্রতিদিন ভোর ৬টা ৪৫মিনিটে, নিউজলপাইগুড়ি পৌছাবে- সন্ধ্যে ৬টা ৪৫মিনিটে. মোট ১৭টি স্টপেজ. মোট দুরত্ব- ৫৬৭ কিমি. ভাড়া- স্লিপার ক্লাস- ২৩৯টাকা, এসি- ৬৪৩টাকা. ফেরার জন্য ট্রেন নং- ৫৬৫৮. নিউ জলপাইগুড়িতে ছাড়বে সকাল ৭টা ৫৫মিনিটে এ শিয়ালদহ পৌছাবে- সন্ধ্যে ৭টা ২৫ মিনিটে (মাঝে বোলপুর এ পৌছাবে- বিকাল ৪টে ১৪ মিনিটে, বর্ধমানে পৌছাবে- বিকাল ৫টে ১৬মিনিটে) (১লা আগষ্ট ২০০৯ অনুযায়ী)

৪) তিস্তা তোর্সা এক্সপ্রেস (Tista Torsha Express)-
নং- ৩১৪১, শিয়ালদহে ছাড়বার সময়- প্রতিদিন দুপুর ১টা ৩৫মিনিটে, নিউজলপাইগুড়ি পৌছাবে- ভোর ৪টের সময় (ব্যান্ডেলে দুপুর ২টো ৫৭ মিনিটে ছাড়বে, কাটোয়ায় ছাড়বে- বিকাল ৫টা ৫ এ),. মোট ২৫টি স্টপেজ. মোট দুরত্ব- ৫৭১ কিমি. ভাড়া- স্লিপার ক্লাস- ২৪১টাকা, এসি- ৬৫০টাকা. ফেরার জন্য ট্রেন নং- ৩১৪২. নিউ জলপাইগুড়িতে ছাড়বে বিকাল ৩টা ৫০মিনিটে এ শিয়ালদহ পৌছাবে- ভোর ৫টার সময়(মাঝে কাটোয়া পৌছাবে- ভোর ১টা ৫ মিনিটে, ব্যান্ডেল- বোর ৩টে ৫ মিনিটে পৌছাবে) (১লা আগষ্ট ২০০৯ অনুযায়ী)

৫)
উত্তরবঙ্গ (৩১৪৭ আপ,৩১৪৮) / কাঞ্চনকন্যা এক্সপ্রেস (৩১৪৯ আপ,৩১৫০)-
উত্তরবঙ্গ এক্সপ্রেস যায় সোম, বুধ এবং শনিবার এবং কাঞ্চনকন্যা যায়- মঙ্গল, বৃহ, শুক্র এবং রবিবার. ফেরার সময় উত্তরবঙ্গ এক্সপ্রেস আসে মঙ্গল, বৃহ ও শনিবার এবং কাঞ্চনকন্যা এক্সপ্রেস আসে সোম, বুধ, শুক্র ও শনিবার). মোট স্টপেজ সংখ্যা- ১৮টি, শিয়ালদহ থেকে ছাড়বে- সন্ধ্যে ৭টা ৩৫ মিনিটে এর পর বর্ধমান এ ছাড়বে- রাত্রি ৯টা ২৮এ, বোলপুর এ ছাড়বে- রাত্রি ১০টা ২৫ মিনিটে এবং নিউ জলপাইগুড়ি পৌছাবে- পরদিন সকাল ৭টায়. ফেরার জন্য নিউ জলপাইগুড়ি তে ছাড়বে- রাত্রি ৮টা ৩০মিনিটে, বোলপুর পৌছাবে- সকাল ৫টায়, বর্ধমান পৌছাবে- সকাল ৬টা ১৫ মিনিটে. ভাড়া- ২৩৯ টাকা শিয়ালদহ থেকে স্লিপার ক্লাসে এবং এসিতে- ৬৪৩টাকা.

৬) কামরুপ এক্সপ্রেস (Kamrup Express)-
নং ৫৯৫৯ আপ, হাওড়ায় ছাড়বে- প্রতিদিন বিকাল ৫টা ৩৫ এ কাটোয়া- ৮টা ৫৫, এবং নিউ জলপাইগুড়ি পৌছাবে- সকাল ৬টা ১৫মিনিটে. ফেরার সময়- নিউজলপাইগুড়ি থেকে ছাড়বে- বিকাল ৪টে ৩৫মিনিটে, এবং কাটোয়া পৌছাবে- ভোর ২টো ২৫ মিনিটে, হাওড়ায় পৌছাবে- সকাল ৬টা ২৫মিনিটে. ভাড়া- ২৩৯টাকা (স্লিপার ক্লাস) এবং এসির ভাড়া- ৬৪৩টাকা.(১লা আগষ্ট ২০০৯ অনুযায়ী)
৭) হাওড়া নিউজলপাইগুড়ি সুপার স্পেশাল- নং- ০৫৪৫,
ছাড়বে প্রতি বৃহ এবং শনিবার. হাওড়ায় ছাড়বে- রাত্রি ১১টা ৫৫, বোলপুর- রাত্রি ১টা ৫৮, মালদায়- ৫টা ৫০ এবং নিউ জলপাইগুড়ি পৌছাবে- সকাল -১০টায় (মোট স্টপেজ- ৫টি). ভাড়া- স্লিপার ক্লাস- ২৫৯টাকা, এসি- ৬৭৩টাকা. ফেরার জন্য নিউজলপাইগুড়ি থেকে ছাড়বে- সন্ধ্যা ৬টা ৫০মিনিটে বোলপুর পৌছাবে- ভোর ২টো ২৫মিনিটে , হাওড়ায় পৌছাবে- ভোর ৪টে ৫০ মিনিটে.
**** উপরের রেলের সকল তথ্য রেলের ওয়েবসাইট থেকে পাওয়া ১লা আগষ্ট, ২০০৯ অনুযায়ী (বিস্তারিত জানতে লগঅন করতে পারেন-
http://www.indianrail.gov.in)


GENERAL INFORMATION OF SIKKIM

Location - Approx 27 deg. North 88 deg. East
Capital - Gangtok
Literacy Rate 82% (2001)
Language:- English, Nepalese, Hindi, Bhutia (Sikkimese, Tibetan), Lepcha, Limboo.
Best time to Visit: May – June and October – November

PLACE TO VISIT-

Sikkim has four districts- North Sikkim, South Sikkim, East Sikkim and West Sikkim.

NORTH SIKKIM - KABI LUNGTSOK, SINGIEK, CHUNGTHANG, YUMTHANG, LACHUNG, LACHEN, GURUDONGMAR LAKE
SOUTH SIKKIM - NAMTSE, TENDONG HILL, RAVANGLA, MAENAM HILL, BORONG, VARSEY
EAST SIKKIM- Rumtek Dharma Chakra Center, TASHI VIEW POINT,
WEST SIKKIM- PELLING, YUKSOM

TOUR PACKAGE :-
1) New Jalpaiguri Rail Station To Siliguri- Kalimpong (1 night), Gangtok (Tsongo Lake, Babamandir, Nathula Pass -3 nights), Pelling -Via Jorthang(2 nights), Pelling To Darjeeling via Tista Bazar. Darjeeling (Ghoom Monestry, Batasia Loop, Tiger Hill, Zoological Park, 2 nights) (Total 9 days)
2) New Jalpaiguri Rail Station To Gangtok (Via Siliguri) - Gangtok (Tsongo Lake, Babamandir, Nathula Pass)- Drive to Lachung (126 Km from Gangtok, Tashi View Point)- Drive to Yumthang valley and Yumesamdong & drive to Katao and Transfer to Lachen- Thangu- Chopta Valley Gurudongmar Lake & back to Lachen. Back to Gangtok.

SIKKIM TOURISM OFFICES
1) M.G. MARG, GANGTOK, SIKKIM
2) SNT COLONY, HILL CART ROAD, SILIGURI
3) BAGDOGRA AIRPORT, SILIGURI

DISTANCE OF GANGTOK FROM-
(1) SILIGURI- 115 KM, (2) DELHI- 1600 KM. (3) KOLKATA- 720 KM.

FLIGHT INFORMATION FROM KOLKATA TO BAGDOGRA (As on - 31/10/2009)

Departure (Kolkata) Airlines Flight Number Arrival (Bagdogra)
12.20JET (DAILY)9W248013.20
13:05Indian Airlines (Tue/Thu/Sat)IC72114.00
15.05Kingfisher (Daily)IT253116:25
13.55SpiceJet (Daily)SG 32315:00



LIGHT INFORMATION FROM BAGDOGRA TO KOLKATA (As on - 31/10/2009)

Departure (Bagdogra)AirlinesFlight NumberArrival (Kolkata)
13.55JET (DAILY)9W-248114.55
14.40Indian Airlines (Tue/Thu/Sat)IC72215.35
16.50Kingfisher (Daily)IT-253218.10
15.30SpiceJet (Daily)SG-32416.30

Disclaimer: The data contained in this website has been prepared solely for the purpose of providing information and www.bairedure.blogspot.com will not be liable for any inaccuracy in the information provided on this website

Copyright © 2015,www.bairedure.blogspot.com