Sunday, June 28, 2009

SOUTH INDIA

পুজোর ছুটিতে দক্ষিণ ভারত ঘুরে আসতে পারেন

দক্ষিণ ভারতে দেখবার মতো প্রচুর জায়গা আছে. কিন্তু আমাদের হাতে খুবই কম সময় থাকে, তাই কিছু বাছাই করা জায়গা দেখে নেওয়াই ভালো.

দক্ষিণ ভারতের কিছু গুরুত্বপূর্ণ জায়গা যেমন- চেন্নাই, মাদুরাই, কন্যাকুমারী, কোদাইকানাল, পণ্ডিচেরী, ব্যাঙ্গালোর, মাইসোর, উটি, কোচি, আলোপ্পি, মুন্নার, ত্রিবান্দ্রম, রামেশ্বরম, তিরুপতি ইত্যাদি. এছাড়াও প্রচুর যায়গা আছে যে গুলি সময় থাকলে ঘুরে নেওয়া যেতে পারে. 

হাতে সময় থাকলে হায়দ্রবাদ, ভাইজাগ বা কেরল ও ঘুরে আসা যেতে পারে. কিন্তু এই সবগুলো জায়গা দেখার জন্য হাতে অনেক সময় প্রয়োজন.

নিচে 19দিনের একটা ভ্রমনের সূচি দেওয়া হল, কাজে লাগতে পারে

প্রথম দিন- হাওড়া স্টেষন থেকে ট্রেনে যাত্রা শুরু  (ট্রেন- 2841 করমন্ডল এক্সপ্রেস অথবা 2839-হাওড়া চেন্নাই সেন্ট্রাল মেল)

করমণ্ডল এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়ে প্রতিদিন দুপুর 2টো 50 মিনিটে

হাওড়া চেন্নাই সেন্ট্রাল মেল হাওড়া থেকে ছাড়ে  রাত্রি 11টা 45 মিনিট এ)

দ্বিতীয় দিন- পুরো দিন টা ট্রেনে

ত-য় দিন- চেন্নাই এ নেমে হোটেলে (আগে থেকে হোটেল বুক করে রাখতে পারেন, কোলকাতাতে প্রচুর ট্রাভেল এজেন্সি আছে)

চতুর্থ দিন- বাসে করে চেন্নাই থেকে পন্ডিচেরী ( গোল্ডেন বিচ, ডলফিন ইত্যাদি দেখে নেবেন)

পঞ্চম দিন- পণ্ডিচেরী থেকে তিরুচিরাপল্লী, (রাত্রে এখানে থাকতে হবে, তাই হোটেল নিন)

ষষ্ঠ দিন- রামেশ্বরম এর উদ্দেশ্যে রওনা হয়ে যান(রাত্রে এখানে থাকতে হবে, তাই হোটেল নিন) 

সপ্তম দিন- এই দিন রামেশ্বরম থেকে কন্যাকুমারী চলে আসুন (দুরত্ব- প্রায় 430 কিমি) (রাত্রে এখানে থাকতে হবে, তাই হোটেল নিন) 

অষ্ঠম দিন- কন্যাকুমারী থেকে রওনা হয়ে কোভালাম বিচ এবং পার্শ্ববর্তী জায়গাগুলি দেখুন (রাত্রে হোটেলে ফিরে আসুন)

নবম দিন- এই দিন কন্যাকুমারী থেকে মাদুরাই চলে আসুন (255 কিমি). মাদুরাই এ রাত্রে হোটেলে থাকুন.

দশম দিন- পুরো দিন কোদাইকানাল দেখুন এবং রাত্রে মাদুরাই ফিরে এসে হোটেলে রাত্রীবাস করুন.

একাদশ দিন- সকালে মাদুরাই থেকে উটি চলে আসুন (9 থেকে 10 ঘন্টা লাগতে পারে) এখানে থাকার জন্য হোটেল নিন.

দ্বাদশ দিন- এই দিনটা পুরোটাই উটির সৌন্দর্য্য উপভোগ করুন (এবং হোটেলে রাত্রিবাস করুন)

ত্রয়োদশ দিন- এই দিন বৃন্দাবন গার্ডেন হয়ে মাইসোর চলে আসুন. (এখানে এই দিন থাকতে হবে)

14তম দিন- সারাদিন মাইসোর দেখুন এবং রাত্রিবাস করুন

15তম দিন- এই দিন ব্যাঙ্গালোর চলে আসুন

16তম দিন- তিরুপতি দর্শন এবং রাত্রিবাস করুন

17তম দিন- পরদিন লোকাল জায়গা গুলি ঘুরে নিন

18তম দিন- করমণ্ডল এক্সপ্রেস ধরুন হাওড়া আসার জন্য

19 তম দিন- হাওড়া স্টেষনে পৌছান.

এটি কে আপনারা সংশোধন করে নিজের মতো করে প্রোগ্রাম করে নিন.

হাওড়া থেকে চেন্নাই যাবার জন্য ট্রেন

১) ট্রেন নং- ২৮৩৯, হাওড়-চেন্নাই মেল, হাওড়া থেকে ছাড়বে প্রতিদিন- রাত্রী ১১টা ৪৫মিনিটে, চেন্নাই সেন্ট্রাল পৌছাবে- ৩য় দিন ভোর- ৩টে ৫০ মিনিটে. (মোট স্টেষন-৩৫টি) ভাড়া, স্লিপার ক্লাশ এর জন্য- ৪৬১টাকা (৩১শে জুলাই, ২০০৯ অনুযায়ী), থার্ড এসির ভাড়া- ১২৪২টাকা (৩১শে জুলাই, ২০০৯ অনুযায়ী).মোট দুরত্ব-১৬৬২কিমি. ফেরার জন্য ট্রেন নং- ২৮৪০, চেন্নাই সেন্ট্রালে ছাড়বে- রাত্রী ১১টা ৩৫মিনিট, হাওড়া পৌছাবে- ৩য় দিন ভোর ৪টের সময়.

২) করমণ্ডল এক্সপ্রেস- (২৮৪১), হাওড়া থেকে ছাড়বে প্রতিদিন- দুপুর ২টো ৫০ মিনিটে, এবং চেন্নাই সেন্ট্রাল পৌছাবে- ২য়দিন সন্ধ্যে ৫টা-১৫মিনিটে.মোট স্টেষন সংখ্যা- ১৪টি. মোট ভাড়া- স্লিপার ক্লাস- ৪৬১টাকা (৩১শে জুলাই,২০০৯ অনুযায়ী). থার্ড এসি- ১২৪২টাকা (৩১শে জুলাই, ২০০৯ অনুযায়ী). ফেরার জন্য ট্রেন নং- ২৮৪২, চেন্নাই এ ছাড়বে- সকাল ৮টা ৪৫মিনিট, হাওড়া পৌছাবে- ২য় দিন সকাল ১১টা ৪৫মিনিট.

হাওড়া থেকে কন্যাকুমারী যাবার ট্রেন-

কন্যাকুমারী এক্সপ্রেস- (২৬৬৫). হাওড়ায় ছাড়বে প্রতি সোমবার- বৈকাল -৪টে ১০মিনিটে. কন্যাকুমারী পৌছাবে- ৩য় দিন সকাল ১১টা ২৫মিনিটে. মোট স্টেষন সংখ্যা- ৩১টি. ভাড়া- স্লিপার ক্লাস- ৫৪৮টাকা (৩১শে জুলাই, ২০০৯ অনুযায়ী). ফেরার জন্য- কন্যাকুমারী এক্সপ্রেস (২৬৬৬)- কন্যাকুমারী থেকে ছাড়বে প্রতি শনিবার-সকাল ৭টা৫০ মিনিটে এবং হাওড়া পৌছাবে সোমবার ভোর ৩টে ২০মিনিট.

কতগুলি প্রয়োজনিয় তথ্য-

আলোপ্পি (কেরালা)- আলোপ্পির এস.টি.ডি কোড- ০৪৭৭, পুলিশ স্টেষনের নং-০৪৭৭ ২২৫১১৬৬)

পেরিয়ার (কেরালা)- (পেরিয়ারের এস.টি.ডি কোড- 04869) District Tourist Information Office, Department of Tourism, Near SBT,Kumily, Thekkady 04869-222620

মুন্নার (কেরালা)- (মুন্নার পুলিশ স্টেষন- 04865-230321) (মুন্নারের এস.টি.ডি কোড - 04865)

উটি- উটির এস.টি.ডি কোড- ০৪২৩, (তামিলনাড়ু ট্যুরিজমের হোটেল- ০৪২৩-২৪৪৪৩৭০)

কন্যাকুমারী- কন্যাকুমারীর এর STD কোড – ০৪৬৫২. প্রয়োজনীয় ফোন নং- কুমারস্বামী হেলথ সেন্টার- ২৭০৬৩৬, কন্যাকুমারী পুলিশ থানা-২৪৬২২৪, রেল অনুসন্ধান- ২৪৬২৪৭, আম্বুলেন্স- ১০৭৩. SBI ATM- হোটেল শঙ্কর গেষ্ট হাউসের তলায়, ৪/৭৫ এ মেইন রোড.

রামেশ্বরম- এস.টি.ডি নং- ০৪৫৭৩. প্রয়োজনিয় ফোন নং- গভঃ হাসপাতাল- ২২০৩৪০, শহর পুলিশ- ২২১২২৩. রেল অনুসন্ধান- ২২১২২৬. টুরিষ্ট ইনফরমেশন- ২২১৩৭১/ ২২১৩৭৩. (State Bank of India's ATMs- SOUTH CAR STREET , RAMESWARAM, TAMIL NADU -623526)

পন্ডেচিরী- এস.টি .ডি নং- ০৪১৩. সরকারী হাসপাতাল- ২৩৩৬৩৮৯, পুলিশ- ২৩৩৮৮৭৬, রেল অনুসন্ধান-২৩৩৬৬৮৪, পন্ডিচেরী পর্য়টন দপ্তর- ২৩৩২৪৯৭. (SBI ATMs- (1) "E-16Medical College Campus", "Danvanthri Nagar Pondy", PONDICHERRY, PONDICHERRY – 605006, (2) "15 Rue Suffren", PONDICHERRY, PONDICHERRY ) 

মাদুরাই- মাদুরাই এর এস.টি.ডি কোড- ০৪৫২ প্রয়োজনিয় ফোন নং- গভঃ হাসপাতাল- ২২৪১২৯২/২২৮০৩৩২, পুলিশ কন্ট্রোলরুম- ২৩৩০১০০, রেল অনুসন্ধান- ২৩৪১৫৯৭, আম্বুলেন্স- ০৯৮৪২১৫৩৩৯০) (ATM SBI-(1) ARASARADI, 29 JAWAHAR STREET, S.S. COLONY, MADURAI, TAMIL NADU – 625016 (2) POLICE QTRS MARIAMMAN KOIL MDU,NEAR MARIAMMAN KOIL ,BLOCK NO.130/2, MADURAI, TAMIL NADU – 625002 (3) PB NO.4, 7-A WEST VELI STREET, MADURAI, TAMIL NADU – 625001)

চেন্নাই-  Govt Genl Hospital- 044-22210146 , ওয়েস্টবেঙ্গল ট্যুরিজম ডেভোলপমেন্ট কর্পোরেশন- ০৪৪-২৮৫৯৩২৪৪

0 comments:

Copyright © 2015,www.bairedure.blogspot.com